Notice

Opening The School

Date : 22 May, 2023

________________ নোটিশ ________________

মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের সকল শ্রেনির ছাত্র-ছাত্রীদের অবগতির জানানো যাচ্ছ যে, আগামী ২৪ শে মে তারিখ হতে স্কুলে শ্রেনি কার্যক্রম চালু হবে।সকল শিক্ষার্থীদেরকে ক্লাশে অংশ নিতে নির্দেশ প্রদান করা যাচ্ছে।এ বিষয়ে সকল অভিভাবকবৃন্দের আন্তরিরক সহযোগিতা  কামনা করছি।

প্রধান শিক্ষক।